ষড়যন্ত্রকারীদের নকশা সরকারের হাতে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: ষড়যন্ত্রকারীদের নীল নকশা সরকারের হাতে এসে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ সোমবার রাজধানীর আসাদগেটে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কামাল বলেন, দেশে সম্প্রতি ঘটে যাওয়া এসব হত্যাকাণ্ড কারা, কেন ঘটিয়েছে আমরা তা জানি। তাদের ষড়যন্ত্র পরিকল্পনা ও নীল নকশা হাতে এসে গেছে। এখন তারা যতই ক্ষতি করতে চান না কেন লাভ হবে না।

দেশ আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ উল্লেখ করে বিদেশি ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে সন্ত্রাসবাদের ঠাই হবে না। দেশের অগ্রগতি কেউ রুখতে পারবে না।