দেশকে অন্যের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র চলছে: খালেদা
ঢাকা: সরকার রাষ্ট্র পরিচালনার নামে দেশকে অন্যের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি একথা বলেন।
তিনি বলেছেন, অবৈধ সরকার দেশকে অন্যের হাতে তুলে দিতে ব্যস্ত। বর্ডারে একের পর এক হত্যা হচ্ছে কিন্তু সরকার গদির লোভে কিছু বলতে পারছে না। এ ষড়যন্ত্র বন্ধ করতে পারে দেশের মানুষ। এ জন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় দেশের সার্বভৌত্ব আছে কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেন তিনি বলেন, দেশের অভ্যন্তরে অন্যদেশের লোক এসে হত্যা করে যায় কেউ প্রতিবাদ করতে পারছে না।
খালেদা জিয়া বলেন, বাংলাদেশ এখন আর গণতান্ত্রিক রাষ্ট্র নেই, পুলিশী রাষ্ট্র হয়ে গেছে। পুলিশ যাকে খুশী তাকে ধরে নিয়ে যাচ্ছে, ক্রসফায়ার দিয়ে হত্যা করছে। মহিলা-শিশুদের ওপর নির্যাতন করছে কিন্তু প্রতিবাদ করা যাচ্ছে না। আইনের শাসন নেই বলেই আজ দেশের এই অবস্থা।
ইফতারের আগে বিএনপি চেয়ারপারসন অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ড্যাবের সভাপতি ডা. আজিজুল হকের সভাপতিত্বে খালেদা জিয়ার সঙ্গে মূল মঞ্চে ইফতারে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার মোস্তাহিদুর রহমান, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, ডা. এমএ মান্নান, ডা. আবদুল মবিন খান, ডা. তোফায়েল আহমেদ, ডা. আশরাফ হোসেন, পেশাজীবী নেতা রুহুল আমীন গাজী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, বিএনপিপন্থী শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রমুখ। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, পেশাজীবী নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ফ ম ইউসুফ হায়দার, ড. সদরুল আমীন, ড. এবিএম ওবায়দুল ইসলাম, আক্তার হোসেন খান প্রমুখ।