রাজস্বে লক্ষ্যমাত্রা ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা

কম বেতন দেখিয়ে রাজস্ব ফাঁকি

ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ২ লাখ ৪২ হাজার ৭৫২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আদায় করতে হবে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা, যা বর্তমান অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ৩৫ দশমিক ৪ শতাংশ বেশি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই ঘোষণা দেন অর্থমন্ত্রী।

৩ লাখ ৪০ হাজার ৬০৫ টাকার প্রস্তাবিত বাজেটে কর ব্যতীত প্রাপ্তি ধরা হয়েছে ৩২ হাজার ৩৫০ টাকা। অন্যদিকে ঘোষিত বাজেটে ঘাটতি থাকছে ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা। যা বৈদেশিক ঋণ, অনুদান ও স্থানীয় ঋণের মাধ্যমে ঘাটতি অর্থায়ন করা হবে।

এ বাজেটে রাজস্ব আদায়ে আয়কর প্রধান খাত। আগামী অর্থবছরেও রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্যমাত্রা পূরণে আয়করনির্ভর কৌশলই ঠিক করা হয়েছে। আয়করের পরে রয়েছে ভ্যাট। আর শুল্ক আদায়ে লক্ষ্যমাত্রা সবচেয়ে কম ধরা হয়েছে।

এবারের বাজেট বাংলাদেশের ৪৫তম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের দশম বাজেট।