বাজেটে ঘাটতি ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা

ঢাকা : ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে মোট ঘাটতি ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা। যা জিডিপি’র ৫ শতাংশ।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই তথ্য পাওয়া গেছে। প্রস্তাবে বলা হয়েছে, মোট ঘাটতি পূরণে বৈদেশিক উৎস হতে ৩৬ হাজার ৩০৫ কোটি টাকা ঋণ ও অনুদান নেওয়া হবে। যা জিডিপি’র ১ দশমিক ৯ শতাংশ। বাকি ৬১ হাজার ৫৪৮ কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে নেওয়া হবে যা জিডিপি’র ৩ দশমিক ১ শতাংশ।বাজটে

অর্থমন্ত্রী আরো বলেন, ‘অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা হতে ৩৮ হাজার ৯৩৮ কোটি টাকা (জিডিপি’র ২ দশমিক শূণ্য শতাংশ) এবং সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক-বহির্ভূত উৎস হতে ২২ হাজার ৬১০ কোটি টাকা (জিডিপি’র ১ দশমিক ১ শতাংশ) আসবে।

৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আদায় করতে হবে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা। যা বর্তমান অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ৩৫ দশমিক ৪ শতাংশ বেশি।