আজ ভারতীয় বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশী আহত
কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে তিন বাংলাদেশী আহত হয়েছেন।
সোমবার রাত ১০ টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত বাংলাদেশীরা হলেন- কুড়িগ্রামের রৌমারী উপজেলার ছাটকড়াইবাড়ি গ্রামের ফারুক মিয়া (৪০), জহুরুল ইসলাম (৩৫) ও আবেদ আলী (৪৫)।
আহতরা পুলিশ ও বিজিবির ভয়ে প্রকাশ্যে হাসপাতালে ভর্তি না হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে তাদের পারিবারিক সূত্রে জানা গেছে।
তবে এ ব্যাপারে রৌমারী থানার ডিউটি অফিসার কিছু জানেন না বলে জানিয়েছেন।