‘বিএনপি-জামায়াতের ইন্ধনে গুপ্তহত্যা’
ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, “বিএনপি-জামায়াতের ইন্ধনেই দেশে গুপ্তহত্যা ও জঙ্গি হামলা হচ্ছে।”
শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর পূজা উদযাপন কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা করেন।
হানিফ বলেন, দেশে আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠন বা ইসলামিক স্টেটের (আইএস) কোনো অস্তিত্ব নেই।
সম্মেলনে উপস্থিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম অভিযোগ করেন, ইসরায়েলের সঙ্গে ষড়যন্ত্র করে বিএনপি-জামায়াত ক্ষমতায় যেতে চায়।
সম্মেলনে উপস্থিত অতিথিদের প্রায় সবার বক্তব্যেই উঠে আসে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও গুপ্তহত্যার বিষয়। নিজেদের শঙ্কার কথাও জানান অনেকে।
তবে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি কখনোই মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না বলে সবাইকে আশ্বস্ত করেন আওয়ামী লীগ নেতারা।
গুপ্তহত্যা আর জঙ্গি হামলা করে সরকারকে উৎখাত করা যাবে না বলেও হুঁশিয়ার করেন আওয়ামী নেতারা।
ভয় না পেয়ে এসব হামলাকারীকে দমনে দেশের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসারও আহ্বান জানান তারা।