খালেদা জিয়া ও তার দল ছাড়া কোন নির্বাচন হবে না: রিজভী
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার দল ছাড়া কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
এ সময় তিনি অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন কোন অপরাধ করেননি। তাকে জেলে নেয়ার কথা উঠছে কেনো? তারা চক্রান্ত, ষড়যন্ত্র করতে পারে কিন্তু কোন চক্রান্তই টিকবে না। আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই হবে এবং বিএনপি সেই নির্বাচন অংশগ্রহণ করবে।’