৮০ লাখ টাকা ক্ষতি বাংলাদেশ ব্যাংকে অগ্নিকাণ্ডে

তবে মালামাল পুড়ে ৮০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে তদন্ত প্রতিবেদন উদ্ধৃত করে রোববার এক সংবাদ সম্মেলনে জানান ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা।

গত বৃহস্পতিবার রাতে ৩০ তলা ভবনের ১৪ তলার অগ্নিকাণ্ড তদন্তে ব্যাংক গঠিত তদন্ত কমিটি মঙ্গলবার জমা দেয় তাদের প্রতিবেদন। একদিন বাদে তা নিয়ে সাংবাদিকদের সামনে আসেন শুভঙ্কর সাহা।

তিনি বলেন, “অগ্নিকাণ্ডে দাপ্তরিক কোনো নথি ক্ষতিগ্রস্ত হয়নি।
“এই প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, এই অগ্নিকাণ্ডে প্রায় ৮০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রতিবেদনে এই মালামালের ক্রয়মূল্য ধরা হয়েছে।”

অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমাদ জামালের নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠিত হয়েছিল।

যেখানে আগুন লেগেছিল, সেখানে একটি ইলেকট্রিক কেটলি পড়ে থাকার তথ্য জানিয়ে ভবনের ভেতরে এ ধরনের ইলেকট্রিক দ্রব্য না রাখার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
আগুন লাগার কারণ জানতে চাইলে শুভঙ্কর সাহা বলেন, “এই কমিটিকে আগুন লাগার কারণ খুঁজতে বলা হয়নি। ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করতে দায়িত্ব দেওয়া হয়েছিল।”