রিজার্ভ ফের ২৯ বিলিয়ন ডলার ছাড়াল

ঢাকা: বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন ফের ২৯ বিলিয়ন অর্থাৎ ২ হাজার ৯০০ কোটি ডলার অতিক্রম করেছে।

হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ খোয়া যাওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মধ্যেই গত ২৫ এপ্রিল রিজার্ভ প্রথম বারের মতো ২৯ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করলো।

মে মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ-এপ্রিল মেয়াদের ৯০ কোটি ডলার আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে যায়।

গত কয়েকদিনে বাড়তে বাড়তে তা আবার ২৯ বিলিয়ন ডলারের ‘ঘর’ আতিক্রম করেছে।
বৃহস্পতিবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২৯ দশমিক ২৩ বিলিয়ন ডলার ছিল বলে ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা জানিয়েছেন।

রপ্তানি আয় বৃদ্ধি এবং আমদানিতে ধীর গতির কারণে গত কয়েক বছর ধরে রিজার্ভ ‘সন্তোষজনক’ অবস্থায় রয়েছে বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা।