‘পয়সা বানানোর’ চিন্তা থেকে সরে আসুন : প্রশাসনিক কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

ঢাকা : অপ্রয়োজনীয় অর্থ ব্যায়ের ঝোঁক কমানেরা আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, বিভন্ন পর্যায়ে কিছু লোক থাকে যারা অপ্রয়োজনীয় কিছু একটা (প্রকল্প) করে অযথা পয়সা খরচ করতে চায়। তাদের উদ্দেশ্য থাকে প্রকল্প থেকে কিছু পয়সা বানানো। এ প্রবণতা থেকে সরে আসতে হবে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হওয়া চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জেলাপ্রশাসকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যেখানে যেটার প্রয়োজন নেই সেখানে সেটা করা উচিত নয়। সবকিছু যাচাই বাচাই করে দিতে হবে। কেউ চিঠি লিখলো আর সেটা দিয়ে দিতে হবে এমন যেন না হয়। অপ্রয়োজনীয় অর্থ ব্যয়ের ঝোঁকটা যেন না থাকে। কোথায় কতটুকু কাজ করলে মানুষের উন্নয়ন হবে, মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে সে দিকে নজর দিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের লক্ষ্য জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তোলা। যেখানে জনগণের সেবা সুনিশ্চিত হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা এগিয়ে যাওয়ার এ ধারা আরো বহুদুর নিয়ে যেতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা করতে হবে।’

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এবং তিনজন জেলা প্রশাসক ও একজন বিভাগীয় কমিশনার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।