`রোহিঙ্গা ইস্যুতে হয় সমন্বয় করুন, নইলে অস্ত্র দিন’

ঢাকা: ‘রোহিঙ্গা সমস্যা সমাধানের এক মাত্র পথ আরাকান স্বাধীন করা। স্বাধীন আরাকান ছাড়া রোহিঙ্গাদের শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়’ এমন দাবি করেছে ‘হেফাজতে ইসলাম’ নামক একটি সংগঠন। সরকারের উদ্দেশ্যে সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির নূর হোসেন কাসেমী বলেছে, ‘রোহিঙ্গা ইস্যুতে হয় সমন্বয় করুন, নইলে অস্ত্র দিন। আমরা আরাকান (রাখাইন) স্বাধীন করব।’

জুমুয়াবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাসেমী বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে সরকারকে সমন্বয়কের ভূমিকা পালন করতে হবে। বিশ্ব ও জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারের ওপর কঠোর চাপ সৃষ্টি করতে হবে। তা না হলে আমাদের হাতে অস্ত্র দিন, আমরা যুদ্ধ করব, আরাকান স্বাধীন করব।’