জঙ্গিবাদবিরোধী ফতোয়া স্বয়ংসম্পূর্ণ হতে হবে : বাবুনগরী
ঢাকা : সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী লাখো আলেমের স্বাক্ষর সংবলিত ফতোয়া প্রসঙ্গে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘ফতোয়া স্বয়ংসম্পূর্ণ হতে হবে। ফতোয়ায় আছে- ইসলাম সন্ত্রাস সমর্থন করে না। পাশাপাশি ফতোয়ায় থাকতে হবে- জঙ্গি, সন্ত্রাস দমনের নামে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। তবেই ফতোয়া স্বয়ংসম্পূর্ণ হবে।’
আজ পবিত্র ১৭ রমজান (২৩ জুন) বৃহস্পতিবার রাজধানীর বারিধারা মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবুনগরী বলেন, ‘গুম, খুন, নিরীহ মানুষকে হত্যা ইসলাম সমর্থন করে না। ইসলামে সন্ত্রাস দমনের জন্য জিহাদের আশ্রয় নিতে বলা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘সন্ত্রাস দমনের একমাত্র পথ ইসলামি জিহাদ। কিন্তু জঙ্গি, সন্ত্রাস দমনের নামে নিরীহ মানুষকে হয়রানি করা ইসলাম পরিপন্থি কাজ।’
হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব বলেন, ‘নিরীহ নির্দোষীদের ওপর দোষ চাপানোর কারণে দোষীরা ধরা পড়ছে না। দোষীদের বিচার হোক- আমাদের আপত্তি নেই। কিন্তু একজন মুয়াজ্জিন, ইমামকে জঙ্গি বানিয়ে গ্রেপ্তার করা, এর চেয়ে জুলুম আর কিছু হতে পারে না।’
অনুষ্ঠানে জাতীয় শিক্ষানীতি, সিলেবাস বাতিলের দাবি জানিয়ে বাবুনগরী বলেন, ‘ইসলাম বিদ্বেষী শিক্ষানীতি কোনো অবস্থাতেই বহাল রাখতে দেয়া হবে না। এজন্যে প্রয়োজনে এদেশের মানুষ বুকের তাজা রক্ত দেবে।’
সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে নাস্তিক আখ্যা দিয়ে মন্ত্রীর ধর্মদ্রোহী বক্তব্যের জন্য ফাঁসির দাবি জানান হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।
হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সহ-সভাপতি মাওলানা আব্দুল কালামের সভাপতিত্বে ইফতার মাহফিল ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক আহমদ আব্দুল কাদের, হেফাজতের ঢাকা মহানগর যুগ্ম মহাসচিব ফজলুল করিম কাসেমী, হেফাজতের নেতা মুফতি ফখরুল ইসলাম ও বাহাউদ্দিন জাকারিয়া প্রমুখ।
উল্লেখ্য, শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসঊদের উদ্যোগের সম্প্রতি ১০টি ফতোয়া জারি করা হয়েছে। এতে লক্ষাধিক আলেম ওলামা স্বাক্ষর করেছেন। হেফাজত বরাবরই মাওলানা মাসঊদ ও সরকারের বিরুদ্ধে কথা বললেও এই ফতোয়ায় স্বাক্ষর করেছেন সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরী।