বিদেশি চ্যানেলে নিষিদ্ধ হলো দেশি বিজ্ঞাপন

ঢাকা: বাংলাদেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। তথ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে সোমবার এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬’ অনুযায়ী এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জানিয়ে এতে বলা হয়, “বিজ্ঞাপন প্রচারের নিষেধাজ্ঞা না মানলে সংশ্লিষ্ট বিদেশী টিভি চ্যানেল ডিস্ট্রিবিউশনের অনাপত্তি ও অনুমতি এবং লাইসেন্স বাতিলসহ আইন অনুযায়ী অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।”

বাংলাদেশে সম্প্রচার হয় এমন বিদেশী চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবি জানিয়ে আসছিল টেলিভিশন চ্যানেল মালিক, কলা-কুশলী-বিজ্ঞাপনদাতাদের সংগঠন- ‘মিডিয়া ইউনিটি’।

সংগঠনটির নেতাদের দাবি, কিছু বিদেশী চ্যানেলের বাংলাদেশে প্রচার করা অনুষ্ঠানে বাংলাদেশী বিজ্ঞাপন দেখানো হয়। এসব বিজ্ঞাপন ওই দেশে না দেখিয়ে কেবল বাংলাদেশী দর্শকদের দেখানো হয় যা বেআইনি।