৯৯ ভাগ পোশাক কারখানায় ভাতা প‌রি‌শোধ: বিজিএমইএ

ঢাকা : পবিত্র ঈ‌দুল ফিত‌রের আগে প্রতিশ্রুতি অনুযায়ী ৯৯ দশমিক ৯৫ শতাংশ তৈ‌রি পোশাক কারখানার শ্রমিকদের উৎসব ভাতা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন (বিজিএমইএ)’র সভাপতি সি‌দ্দিকুর রহমান।

সোমবার (০৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় আসন্ন ইদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর কাওরান বাজারে ‘রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বতমান পরিস্থিতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তি‌নি ব‌লেন, ‘ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন বোনাস যথাসময়ে পরিশোধ করতে বিজিএমইএ ও সরকার মিলে ব্যবস্থা গ্রহণ করেছে। এরই মধ্যে ৯টি বিভাগে ভাগ করে আঞ্চলিক কমিটি ও ১৫টি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।’

সি‌দ্দিকুর রহমান বলেন, ‘কমিটি ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস সংক্রান্ত বিষ‌য়ে এক হাজার ৩১৯টি প্রতিষ্ঠান পরিদর্শন করেছে। এর ম‌ধ্যে ৪৪টি কারখানার সমস্যা সমাধান করা হয়েছে। এছাড়াও ৯৯ দশমিক ৯৫ শতাংশ তৈরি পোশাক কারখানায় উৎসব ভাতা প্রদান করা হয়েছে।’

বিজিএমইএ সভাপতি বলেন, ‘গামেন্টস শিল্পে আইনশৃংখ্লা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে ব্যাংক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।’

বেতনাদি পরিশোধে ০২ থেকে ০৪ জুলাই পর্যন্ত ব্যাংক লেনদেন চালু রাখার ব্যবস্থা করা হয়েছে।

এর ফলে এবার পোশাক খাতে তেমন কোনো উল্লেখযোগ্য সমস্যা তৈরি হয়নি। তাছাড়া যেকোনো সমস্যার তাৎক্ষণিক সমাধানে একটি নিয়ন্ত্রক কক্ষ সাবক্ষণিক খোলা রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি নাসির উদ্দিন ছাড়াও পরিচালকরা উপস্থিত ছিলেন।