ভারত-আমেরিকার সহায়তা চাইলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

ডেস্ক: মালদ্বীপের বিরোধীদলীয় নেতাদের মুক্তি এবং পুনর্বিচারের মুখোমুখি করার রায়কে অবৈধ ঘোষণা করেছে দেশটির সুপ্রীম কোর্টের অপর তিন বিচারক। দেশটিতে জরুরি অবস্থা জারি এবং সুপ্রিম কোর্টের দুই জন বিচারককে আটক করার পর বাইরে থাকা বিচারকরা নতুন এ রায় ঘোষণা করে।

এদিকে মঙ্গলবার দেশটিতে চলমান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। এসময় তিনি জরুরি অবস্থা জারির ব্যাখা করে বলেন, বিচারকের বিষয়গুলো তদন্ত করার আর কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে এই অবস্থা জারি করা হয়েছে।

এদিকে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত ও যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে মালদ্বীপের নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট নিশাদ। তবে চলমান সমস্যা সমাধানে সবপক্ষকে সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছে এশিয়ার শক্তি চীন। এদিকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিয়ো গুতারেস।