সিঙ্গাপুর থেকে ফেরত আনা হল র‌্যাবের গোয়েন্দা প্রধানকে

ঢাকা: সিঙ্গাপুরে চিকিৎসারত পুলিশের বিশেষ বাহিনী র‌্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে বুধবার ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।
ঢাকায় ফিরিয়ে আনার পর আবুল কালাম আজাদ এখন সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

শনিবার সিলেটে সন্ত্রাসী বিরোধী অভিযান চলার সময় বোমা বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন।
সেই বিস্ফোরণে দু’জন পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হয়েছিলেন।
আহত হয়েছিলেন আরো অন্তত ৩০ জন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, সিঙ্গাপুরের ‘ডাক্তারদের পরামর্শে’ তাকে ঢাকায় ফিরিয়ে আনা হয়।

তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোন তথ্য দেয়া হয়নি।
সিলেটে বোমা বিস্ফোরণে আহত হবার পর গুরুতর আহত অবস্থায় আবুল কালাম আজাদকে প্রথমে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
কিন্তু সেখানকার ডাক্তারদের পরামর্শে তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়।

কিন্তু পরিস্থিতির কোন উন্নতি না হওয়ায় গোয়েন্দা প্রধানকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়।

শনিবার সিলেটের দক্ষিণ সুরমা এলাকার শিববাড়িতে সন্ত্রাসী বিরোধী অভিযানের তথ্য সংবাদ মাধ্যমেকে জানানোর জন্য সন্ধ্যা সময় একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
সেখান থেকে যখন সাংবাদিকরা ফিরে আসছিলেন তখন রাস্তায় বোমা বিস্ফোরণ হয়।