১০ বছরে বিদেশে ৫৯ লাখ কর্মী -মন্ত্রী

ঢাকা: বিগত ১০ বছরে দেশ থেকে ৫৮ লাখ ৯৮ হাজার ৫৩ জন কর্মী বিদেশ গেছে, তার মধ্যে ২০১৬ সালে ৭ লাখ ৫৭ হাজার ৭৩১ জন কর্মী বিদেশে গেছে বলে সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। সোমবার জাতীয় সংসদে বগুড়া ৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম ওমরের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিদেশে কর্মী প্রেরণ একটি চলমান প্রক্রিয়া, এ পর্যন্ত বিশ্বের ১৬২ দেশে বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে। তম্মধ্যে সম্ভাবনাময় ৫০টি দেশে কর্মী প্রেরণের ভবিষ্যৎ পরিকল্পণা প্রণয়নের জন্য শ্রমবাজার গবেষণার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে একটি বেসরকারী প্রতিষ্ঠানকে এ কাজে লাগান হয়েছে।

তিনি জানান, কর্মীদের দক্ষ করে গড়ে তোলার জন্য ৩৮ থেকে প্রশিক্ষণ কেন্দ্র ৭০ এ উন্নীত করা হয়েছে। আরো ৯০টি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পণা রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে কর্মীদের দক্ষ করেই তবে বিদেশে পাঠান হবে বলে জানান তিনি।