ডেনমার্কে ক্রমাগত জনসংখ্যা হ্রাস পাওয়ায় দুশ্চিন্তায় সরকার

নিউজ নাইন২৪, ডেস্ক: ডেনমার্কে জনসংখ্যা বৃদ্ধির হার ভয়ানক ভাবে কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে সরকার । জনসংখ্যা বৃদ্ধি করতে নানা কর্মসূচী গ্রহন করলেও তা কোন কাজে আসছে না । গত ২৭ বছরের মাঝে এখন শিশু জন্মহার সবচেয়ে কম।  জনসংখ্যা বৃদ্ধি করতে এবার ডেনমার্ক সরকার নতুন কর্মসূচী গ্রহন করেছে । সন্তান গ্রহন করলে ছুটিসহ নানা সুযোগ সুবিধা ঘোষণা করা হয়েছে  ,সরকারী উদ্যোগে তৈরি করা হয়েছে বিজ্ঞাপন । বিজ্ঞাপনের শিরোনামে  হচ্ছে ,ডু ইট ফর মম । বিজ্ঞাপনের সারবস্তু হল ,নবজাতকের অভাবে মাতৃ সত্তা বিলোপের পথে ,মাতৃত্তের জন্য হাহাকার উঠেছে নারী হৃদয়ে । সে হাহাকার দূর করো ।

উল্লেখ্য, ২০১৫ সালে জনসংখ্যা বৃদ্ধি করার জন্য আহ্বান জানিয়ে ডু ইট ফর ডেনমার্ক শিরোনামে ভিডিও প্রকাশ করে প্রশাসন ।কিন্তু কোনভাবেই শিশু জন্মহার বাড়ানো যাচ্ছে না ডেনমার্কে ।