নববর্ষ হারাম: ফেইসবুক পেইজের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জিডি

নিউজ নাইন২৪ডটকম, ডেস্ক: ফেইসবুকের একটি পাতার বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

বাংলা নববর্ষ উদযাপনকে ‘হারাম’ হিসেবে উপস্থাপন করে পোস্ট দেয়ায়  এ জিডি করা হয়েছে।

বিভাগটির নাম জড়িয়ে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ পরিবার’ পরিচয়ে পাতাটি খোলা হয় বলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবদুল অদুদ।

অধ্যাপক অদুদ জানান, “এ ফেইসবুক পেজ ও এর বক্তব্যের সঙ্গে বিভাগের কোনো সম্পর্ক নেই। এই বিশ্ববিদ্যালয় ও এর বিভিন্ন বিভাগ এবং স্থানের নামে ফেইসবুকে অসংখ্য পেইজ রয়েছে, যার সঙ্গে কর্তৃপক্ষের সম্পর্ক নেই বলে জানানো হয়েছে।

ফেসবুকের পেইজটিতে গত ১৩ এপ্রিল ‘আসুন জেনে নেই পহেলা বৈশাখ পালন করা কেন হারাম’ শিরোনামে একটি পোস্ট দেওয়া হয়েছিল, যে বিষয়টি নিয়ে ফেসবুকের অন্যান্য পেইজ ও আইডিতে গণমানুষের মধ্যে ব্যাপক সাড়া প্রদান করে।

ওই পোস্টকে কেন্দ্র করে ইসলামিক স্টাডিজ বিভাগ গত মঙ্গলবার ঢাকার কোতোয়ালি থানায় জিডিটি করে। সূত্র: শীর্ষ নিউজ বিডি