শ্যেন নদীর পানি বৃদ্ধিতে প্যারিসে সতর্কতা

ডেস্ক: ফ্রান্সে শ্যেন নদীর পানির প্রবাহ বেড়ে যাওয়ায় বন্যার আশংকা দেখা দিয়েছে। এর ফলে গতকাল প্যারিসে সতর্কতা জারি করা হয়েছে। খবর এএফপি’র।

গত রবিবার নদীর পানির উচ্চতা ছিলো ৫ দশমিক ৮২ মিটার (১৯ ফুট), এটা স্বাভাবিকের চেয়ে ৪ মিটার বেশী। এই কারণে নদীর কাছাকাছি বসবাসরত নাগরিকদেরকে বন্যার জন্য আগাম সতর্ক করা হয়েছে।

বন্যার আশঙ্কার কারণে আশেপাশের এলাকা থেকে দেড় হাজার নাগরিককে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। অনেক বাড়িতে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে ফ্রান্সে আসা পর্যটকরা প্যারিস নগরীর বাটিউক্স মৌচিসে নৌভ্রমণ ও সৌন্দর্য অবলোকন থেকে বঞ্চিত হচ্ছে।