দ্রুত আগুন নেভাতে ফায়ার সার্ভিসে যুক্ত হলো ‘লাল বাইক’

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: যানজট যতো হোক না কেন, সরু গলি দিয়ে কিংবা ফুটপাথের উপর দিয়েই ছুটে গিয়ে দ্রুত অগ্নিকান্ডের স্থলে পৌঁছবে ফায়ার সার্ভিসের ‘লাল বাইক’। বাংলাদেশ ফায়ার সার্ভিসের গাড়ি বহরে যুক্ত হওয়া ৩০০ সিসি ক্ষমতাসম্পন্ন বাইকগুলোর দুই পাশে রয়েছে দুটি সিলিন্ডার। একটিতে ২০ লিটার পানি, অন্যটিতে ২০ লিটার ফোম (কেমিক্যাল)। বাইকের পেছনে পেচানো আছে ১০০ ফুট পাইপ। আরেক সিলিন্ডারে শুধু বাতাস। বেকন লাইটের (সংকেতবাতি) পাশাপাশি আছে সাইরেন ব্যবস্থা। বলার জন্য আছে মাইক্রোফোন।

চীন সরকারের অনুদান হিসেবে বাইকগুলো বাংলাদেশে এসেছে। ফায়ার সার্ভিসের যে ফায়ারম্যানরা ভালো মোটরবাইক চালাতে পারেন, তাঁদের এই নতুন বাইক দেয়া হচ্ছে এবং যারা মোটামুটি পারেন তাদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বর্তমানে সারা দেশে ১৫০টি এ ধরনের মোটরবাইক আছে। রাজধানীতে প্রতিটি ফায়ার সার্ভিস স্টেশনে আছে দুটো করে। বাসাবাড়িতে গ্যাসের চুলা, ইলেকট্রিক শর্টসার্কিট সার্কিট, গাড়ি বা মোটরবাইকে আগুন ধরে গেলে ফায়ারম্যানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন।

ফায়ার সার্ভিসের বাইক

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ বলেন, যেকোনো জায়গায় আগুন লাগলে খবর পাওয়ামাত্র বাইকগুলো নিয়ে ফায়ারম্যানরা বের হয়ে যান। আগুন ছড়িয়ে যাওয়ার আগে ছোট থাকতেই তাঁরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এ বাইকে যে ধরনের ব্যবস্থাপনা থাকে, তাতে আগুন নেভাতে খুব বেশি পানির প্রয়োজন হয় না। আরও নতুন ধরনের ২৪টি মোটরবাইক মাঠে নামানোর জন্য প্রস্তুতি চলছে বলে জানান তিনি।