হামলাকারীর স্বীকারোক্তি- ‘যত বেশি সম্ভব মুসলিম মারতে চেয়েছি’

ডেস্ক: রমযান মাসে লন্ডনের একটি মসজিদের কাছে মুসল্লিদের উপর ভ্যান চালিয়ে দেয়ার অভিযোগে অভিযুক্ত কট্টর মুসলিম বিদ্বেষী ঘাতক আদালতে স্বীকারোক্তি দিয়ে বলেছে, সে যত বেশি সংখ্যায় সম্ভব মুসলমানদের হত্যা করতে চেয়েছিলো।

ড্যারেন অসবোর্নের বিরুদ্ধে অভিযোগ, উত্তর লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকায় মসজিদে কাছে সে পবিত্র তারাবীর নামাযের প্রস্তুতিকালে মুসল্লিদের ওপর ভ্যান উঠিয়ে দেয়।

এতে মাকরাম আলী নামের এক ব্যক্তি নিহত হয় এবং আহত হয় আরও নয় জন।

আদালতের কাঠগড়ায় দাড়িয়ে অসবোর্ন বলেভে, কথিত সন্ত্রাসবাদের ঘটনা বেড়ে যাওয়ায় সে ক্ষুব্ধ ছিলো এবং তাই মুসলমানদের লক্ষ্য করে হামলা চালাতে চাইছিলো।
তার বিরুদ্ধে খুন এবং খুনের চেষ্টা অভিযোগ আনা হয়েছে।
তবে সে এসব অভিযোগ অস্বীকার করেছে।

আদালতে বাদী পক্ষ অভিযোগ করে, গত ১৯শে জুন অসবোর্ন ভ্যান চালিয়ে লুটন থেকে লন্ডনে আসে এবং রাত বারোটার দিকে ঐ হামলা চালায়। তারাবির নামাজের জন্য ঐ সময়ে জায়গাটি মুসল্লিতে পরিপূর্ণ ছিল।
পুলিশ তার ভ্যান থেকে একটি চিরকুট উদ্ধার করেছে যেখানে মুসলমানদের বিরুদ্ধে নানা ধরনের গালাগাল করা হয়েছে।