বিনামূল্যের বইয়ে দুর্নীতি: শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিককে বদলি
নিউজ নাইন ডেস্ক:
গাজীপুরে বিনামূল্যের বই বিতরণে টাকা নেওয়ার ঘটনায় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিককে টেকনাফ বদলি করা হয়েছে।
আনন্দময় মুন্সিগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে গত বছরের ২৫ মে গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন ।
সরকারের বিনামূল্যের বই বিতরণে গাজীপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠে।
কয়েকটি কিন্ডারগার্টেনের শিক্ষকরা বিক্ষোভ করলে বিষয়টি তদন্তে কমিটি গঠন করে জেলা প্রশাসন। গত ১ জানুয়ারি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিককে বদলি সুপরিশ করেছিল তদন্ত কমিটি।
শিক্ষা কর্মকর্তা সুলতানা বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিককে টেকনাফ বদলি করা হয়েছে।
জানান তিনি আরো জানান এই চিঠিতে তাকে গাজীপুর থেকে ২৫ জানুয়ারির মধ্যে টেকনাফে কাজে যোগ দিতে বলা হয়েছে ।
উল্লেখ্য শিক্ষা কর্মকর্তাদের দূর্নীতির কারণে শিক্ষা মন্ত্রণালয় হয়ে উঠেছে দূর্নীতির স্বর্গরাজ্য। শিক্ষা খাতে যদি এরকম দূর্নীতি চলতে থাকে তবে আমাদের নতুন প্রজন্ম কি শিখবে!
অভিভাবকদের অভিমত হলো এই সমস্ত দূর্নীতিবাজ কর্মকর্তাদের কে শুধু বদলি করলেই চলবে না তাদেরকে স্থায়ীভাবে বহিস্কার করতে হবে।