নিয়ন্ত্রণহীনভাবে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড-নিউ সাউথ ওয়েলসের দাবানল

নিউ সাউথ ওয়েলসের দাবানল

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ দাবানলে পুড়েই চলছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে। আগুন নিয়ন্ত্রণে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে দমকলকর্মীরা। তাপমাত্রা বাড়তে থাকায় পরিস্থিতি অবনতির আশঙ্কায় সতর্ক করেছে নিউ সাউথ ওয়েলস প্রশাসন। এদিকে, আগুনে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।

পুড়েই চলছে অস্ট্রেলিয়ার কুইন্স্যালন্ডের বনভূমি ও ঘর-বাড়ি। দেশটিতে স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে কয়েক লাখ হেক্টর বনভূমি। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার কুউন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসে চলা দাবানল ছড়িয়েছে দেড় শতাধিক স্থানে। প্রতিনিয়ত আগুন ছড়াতে থাকায় প্রদেশ দুটিতে সতর্কতা অব্যাহত রয়েছে। বাড়ছে হতাহতের সংখ্যা।

পরিস্থিতির অবনতি হওয়ায় আতঙ্কে রয়েছে স্থানীয়রা। দাবানল নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে দমকলকর্মীরা। এদিকে, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ব্রিসবেনে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট আহত হয়েছে। কিছু জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হলেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর-বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে অনেক বাসিন্দা। নিউ সাউথ ওয়েলস প্রশাসন জানিয়েছে, সহসাই দাবানল নিয়ন্ত্রণে আসছে না। তাপমাত্রা বাড়তে থাকায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় সতর্ক করেছেন তারা