‘কাশ্মীরে লঙ্ঘিত হচ্ছে মানবতা’

কাশ্মীরে ভারতীয় বাহিনী গণহত্যা চালাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার দেওয়ান আব্দুল গণি কলেজের সহকারী অধ্যাপক ও সমাজকর্মী ড. মুহাম্মাদ ইসমাইল বলেন, ‘আসলে স্বাধীনতার পরবর্তীতে আমাদের দেশে যেসব সরকার ক্ষমতায় এসেছে তারা নানাভাবে কাশ্মীরিদের অধিকার হরণ করেছে। কাশ্মীরিদের সঙ্গে যেসব চুক্তি ছিল তা খর্ব করেছে এবং বর্তমানে দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে আমরা দেখতে পাচ্ছি কাশ্মীর সেনাবাহিনীর দখলে। স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হওয়া সত্ত্বেও সাংবিধানিক সুরক্ষা থেকে কাশ্মীরিরা নানাভাবে বঞ্চিত। লঙ্ঘিত সেখানে মানবতা।’

তিনি বলেন, ‘শিশু ও প্রবীণ নাগরিকরা সেখানে দীর্ঘ সময় ধরে কারফিউ জারি থাকায় খাদ্যের অভাবে অসুস্থ। গর্ভবতী নারী ও অসুস্থরা দেখতে পাচ্ছি গৃহবন্দি। তল্লাশির নাম করে নানাভাবে হেনস্থা করা হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা-নেত্রীদেরকে। নির্বাচিত নেতা-নেত্রীদের কাছ থেকে মুচলেকা নেয়া হচ্ছে, যাতে তাঁরা সরকারের অন্যায়, অত্যাচার ও অমানবিক আক্রমণের বিরুদ্ধে জনগণকে নিয়ে রুখে না দাঁড়াতে পারেন। সেজন্য পুরোপুরিভাবে আমরা বলতে পারি যে সরকার ভীত। দেশবাসীর থেকে আড়াল করতে চাচ্ছে সরকারি জুলুম ও বর্তমান প্রেক্ষাপট। আজ সংবিধান, মানবাধিকার যাই বলুন না কেন, সম্পূর্ণভাবে মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে।’

অবিলম্বে এসবের অবসানের মধ্য দিয়ে সেখানকার জনজীবন স্বাভাবিক হওয়া প্রয়োজন বলেও ড. মুহাম্মাদ ইসমাইল মন্তব্য করেন।

-পার্সটুডে