পাকিস্তান মিলিটারি একাডেমিতে সৌদি সেনা কমান্ডার

পাকিস্তান মিলিটারি একাডেমিতে সৌদি সেনা কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের আবোত্তাবাদে পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুল পরিদর্শন করেছেন রয়্যাল সৌদি ল্যান্ড ফোর্স (আরএসএলএফ) কমান্ডার। মঙ্গলবার তিনি সেখানে প্রশিক্ষণরত সৌদি ক্যাডেটদের সঙ্গে সাক্ষাত করেন।

সফরকালে লে. জেনারেল ফাহাদ বিন আব্দুল্লাহ মোহাম্মদ আল-মোতাইরের সঙ্গে ছিলেন পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাইদ আল-মালিকি।

সৌদি দূতাবাসের এক টুইটে বলা হয়, আল-মোতাইর এর আগে সোমবার জেনারেল পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার সঙ্গে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর সদর দফতরে সাক্ষাত করেন। এসময় তারা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বৈঠকে জেনারেল বাজওয়া আরএসএলএফ সদস্যদের প্রশিক্ষণ ও সামর্থ্য বৃদ্ধিতে পাকিস্তান সেনাবাহিনীর সহায়তা করার আগ্রহ প্রকাশ করেন।

পাকিস্তানের এই মর্যাদাপূর্ণ সামরিক প্রতিষ্ঠান থেকে গত বছর বেশ কয়েকজন সৌদি ক্যাডেট প্রশিক্ষণ শেষ করে।

চলতি বছরের গোড়ার দিকে পাকিস্তান ও সৌদি আরবের সশস্ত্র বাহিনী উত্তরপশ্চিম পাকিস্তানে কাসেহ-২ নামের যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়। অপ্রচলিত যুদ্ধক্ষেত্রে দুই দেশের ইঞ্জিনিয়ারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ওই মহড়ার আয়োজন করা হয়।