যাচ্ছে ইলিশ, আসবে না পেঁয়াজ!
নিউজ ডেস্ক : পূজার শুভেচ্ছা হিসেবে ভারতের পথে রয়েছে বাংলাদেশের ইলিশ। বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ২৪ মেট্রিক টন ইলিশ আজ ভারতে পাঠানো হচ্ছে। এদিকে একইদিনে বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ হয়ে এসেছে, সব ধরনের পেঁয়াজ রপ্তানি বন্ধ করতে যাচ্ছে ভারত সরকার। সাম্প্রতিক বন্যার কারণে ভারতের অভ্যন্তরীন বাজারে পেঁয়াজের সংকট তৈরি হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
এরই মধ্যে ভারত সরকারের এই সিদ্ধান্তের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের বাজারে। প্রতিবেশী দেশটির পেঁয়াজের সবচেয়ে বড় ক্রেতা যে আমরা। রাজধানী ঢাকার সবচেয়ে বড় কাঁচাবাজার কারওয়ান বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম উঠেছে ৮০ টাকা। ব্যবসায়ীরা বলছে, দাম আরও বাড়বে। এ নিয়ে দেশের জনগণের মধ্যে সৃষ্টি হয়ে নানা প্রতিক্রিয়া। অনেকেই ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত ও বাংলাদেশের ইলিশ শুভেচ্ছা পাঠানোর ব্যাপারটাকে একসূত্রে গেঁথে ফেলছেন।
এরকমই একজন কাউসার হামিদ। চাকরি করেন রাজধানীর কাওরান বাজারে একটি প্রাইভেট কোম্পানিতে। তিনি বলেন, ‘আমরা ভারতকে ইলিশ খাওয়াচ্ছি। আর ভারত আমাদের দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। সত্যি, বিষয়টি দুঃখজনক। আশাকরি, বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে ভাববে।’
দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ৫০০ মেট্রিক টন ইলিশের প্রথম চালানটি আজ রবিবার পাঠানো হচ্ছে। এই চালানে বেনাপোল বন্দর হয়ে পশ্চিমবঙ্গের কলকাতায় ২৪ মেট্রিক টন ইলিশ পৌঁছাবে। গত ২৫ সেপ্টেম্বর ইলিশ পাঠানোর এ অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে ব্যবসায়ী সৈয়দ মহিতুল হক রুবাই জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে পূজা উপলক্ষে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে ৫০০ মেট্রিক টন ইলিশের সব চালান সেখানে রপ্তানির নির্দেশনা রয়েছে।
এদিকে, ভারত সরকার তাদের পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে আজই। সাম্প্রতিক বন্যার ফলে দেশটির অভ্যন্তরীণ বাজারে যোগান বা সরবরাহ ব্যাহত হওয়ায় পেঁয়াজের দাম ইতিমধ্যে আকাশ ছুঁয়েছে। ভারতের রাজধানী দিল্লিতে পেঁয়াজের দাম উঠেছে কেজিপ্রতি ৮০ টাকা। মুম্বাইতে ৭০-৮০ টাকা। বেঙ্গালুরু ও চেন্নাইতে নিত্যপ্রয়োজনীয় মসলাটি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। অন্যান্য রাজ্যগুলোতেও একই অবস্থা পেঁয়াজের দামের। অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট নিরসনের জন্য অবশেষে রপ্তানি পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিলো দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। আজ রবিবার মন্ত্রণালয়ের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড(ডিজিএফটি), এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।
আজিজুল করিম নামে একজন বলেন, ‘ভারতে বন্যার জন্য তাদের সরকার রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন! এটা সাময়িক সমস্যা! আশা করি, আমাদের প্রধানমন্ত্রী বিকল্প কোন পথ শীঘ্রই খুঁজে বের করবেন!’
সরকারি এই ঘোষণায় বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। তাই এখন থেকে সব ধরনের পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করা হলো, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।’