‘ভারতীয় হিন্দুত্ববাদী’ স্লোগান, রা‌বি ভি‌সির বহিষ্কার দা‌বি কাদের সিদ্দিকীর

রা‌বি ভি‌সির বহিষ্কার দা‌বি কাদের সিদ্দিকীর

স্টাফ করেসপন্ডেন্ট : বক্তব্য শেষে ‘জয় হিন্দ’ স্লোগান দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসির বহিষ্কারের দাবি জা‌নিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপ‌তি বঙ্গবীর কা‌দের সি‌দ্দিকী।

সোমবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত ‘চলমান অভিযান ও রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, ‘ভারতীয় উপ-কমিশনারকে খুশি করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’র সাথে ‘জয় হিন্দ’ উচ্চারণ করেছেন। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই মুহূর্তে তাকে বহিষ্কারের জন্য দাবি জানাচ্ছি।’

কাদের সিদ্দিকী বলেন, ‘এরকম চাটুকার, এরকম দালাল যদি একটা বিশ্ববিদ্যালয়ে থাকে তাহলে ১৯৬৯ এ ডঃ জোহা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদের রক্ষা করার জন্য যে জীবন দিয়েছিলেন তা আজ ব্যর্থ হয়ে যায়। তাই তাকে অনতিবিলম্বে বহিষ্কার করা হোক। অন্যদিকে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজকে প্রায় দুই সপ্তাহ যাবত ছাত্র-ছাত্রীরা একজন খুবই খারাপ ধরনের মানুষকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার জন্য, তার পদত্যাগের জন্য আপ্রাণ চেষ্টা করছেন। এসব বিষয়ে কেন যে প্রশাসনের টনক নড়ে না তা আমরা বুঝতে পারছি না।’

সার্বিকভাবে যেখানে দুর্নীতি আছে সেখানেই চলমান অভিযানের হাত প্রসারিত করার আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘এখন পর্যন্ত ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে বহিষ্কার, যুবলীগের কতিপয় নেতৃবৃন্দকে গ্রেফতার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয় দেখানো, এটা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার শেষ কথা নয়।’

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আঙ্গুল ফুলে অনেকেই কলাগাছ হয়েছে। শেয়ারবাজারে কোটি কোটি টাকা লুট করে প্রায় ৩০ থেকে ৪০ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীকে পথের কাঙ্গাল করেছে সেদিকে সরকারের কোনো দৃষ্টি নাই। সেজন্য স্পষ্ট করে বলতে চাই, শুধু একতরফাভাবে একটা কিছু করে, ছেলে ভোলানো পাঁয়তারা করলে চলবে না।’

সরকারকে জাতীয় সংলাপের আহবান জানিয়ে তিনি বলেন, ‘দেশকে বাঁচানোর জন্য, মানুষকে উৎসাহিত করার জন্য, দেশের মালিক সেটা প্রমাণ করার জন্য অনতিবিলম্বে একটি জাতীয় সংলাপের আয়োজন করা হোক।