সরকারি চাকরিজীবীদের গ্রেফতারের আগে অনুমতি নিতে হবে

সরকারি চাকরিজীবীদের গ্রেফতারের আগে অনুমতি নিতে হবে

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরি আইন-২০১৮ কার্যকরের ঘোষণা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ফৌজদারি মামলায় অনুমতি ছাড়া কোনও সরকারি কর্মচারীকে গ্রেফতার করা যাবে না।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করে।

এর আগে, ২০১৮ সালের ১৪ নভেম্বর ‘সরকারি চাকরি আইন-২০১৮’ গেজেট আকারে প্রকাশ করা হয়। তবে মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এবছর ১ অক্টোবর থেকে এই আইন কার্যকর হবে।

২০১৮ সালের সরকারি চাকরি আইনে বলা আছে, কোনও সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত অভিযোগে দায়ের করা ফৌজদারি মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণের আগে অভিযুক্তকে গ্রেফতার করতে হলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে আগে অনুমতি নিতে হবে।