যেকোন দু:সাহসের জবাব দিতে পাকিস্তান প্রস্তুত: জাফর মাহমুদ

যেকোন দু:সাহসের জবাব দিতে পাকিস্তান প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান নৌবাহিনী প্রধান এডমিরাল জাফর মাহমুদ আব্বাসি বলেছেন, শত্রুর যে কোন দু:সাহসের উপযুক্ত জবাব দিতে পাকিস্তান নৌবাহিনী পুরোপুরি সক্ষম।

পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধ মহড়া ‘শমশের ই বেহের’ ও ‘তারসিল ই বেহের’-এর সমাপনী অনুষ্ঠানে বৃহস্পতিবার বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
নৌবাহিনী প্রধান বলেন, অধিকৃত কাশ্মীরকে ভারত অবৈধভাবে একীভূত করে নেয়ার পর এই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি অনেক বেশি জটিল হয়ে পড়েছে।

তিনি বলেন, ভারতের যুদ্ধংদেহী মনোভাব এই অঞ্চলের শান্তির প্রতি গুরুতর হুমকি সৃষ্টি করেছে। অপারেশনাল প্রস্তুতি জোরদার করতে যুদ্ধ মহড়া বিশেষ তাৎপর্য বহন করে।

যুদ্ধ মহড়া সফলভাবে শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এডমিরাল আব্বাসি। মহড়ায় অংশগ্রহণ করার জন্য তিনি সেনা, বিমান ও অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের ধন্যবাদ জানান।