কলম্বিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ায় একটি বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দু’জন। এক দমকল কর্মী বিবিসিকে জানিয়েছেন, রোববার কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হলে ওই হতাহতের ঘটনা ঘটে।
ওই এলাকার দমকল বাহিনীর কমান্ডার হুয়ান কার্লোস গানান বলেন, দুর্ঘটনার সময় বিমানটিতে ৯ জন আরোহী ছিলেন। এর মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া অপর দু’জন গুরুতর আহত হয়েছেন।
সে আরও জানিয়েছেন, বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে সেখানকার এক শিশুও দুর্ঘটনায় আহত হয়েছে। দমকল বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।
রোববার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি পোপায়ান থেকে লোপেজ ডি মিকাই এলাকার দিকে যাচ্ছিল। হুয়ান কার্লোস গানান বলেন, কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এই ঘটনা তদন্ত হচ্ছে।