১৭ রমাদ্বান: ঐতিহাসিক বদর জিহাদ

ইসলামী ডেস্ক: মহান আল্লাহ ইরশাদ করেন,

وقاتلوا فى سبيل الله الذين يقاتلو نكم

অর্থ:- “তোমরা মহান আল্লাহ পাক উনার রাস্তায় তাদের (কাফিরদের) বিরুদ্ধে জিহাদ করো যারা তোমাদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয়।” (সূরা বাক্বারা : ১৯০)

পবিত্র দ্বীন ইসলাম উঁচু রাখতে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, ইজ্জত-আবরু বজায় রাখতে ইসলামে জিহাদের গুরুত্ব অপরিসীম। শেষ নবী হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহর নির্দেশে উনার সন্তুষ্টির জন্য সশরীরে যতগুলো জিহাদে অংশগ্রহণ করেছেন তার মধ্যে বদর জিহাদ অন্যতম।

বদরের জিহাদ হচ্ছে মুসলমানদের ইতিহাসের প্রথম জিহাদ। যে জিহাদে মুসলমানগদের সংখ্যা ছিলো মাত্র ৩১৩ থেকে ৩১৫ জন। আর কাফিরের সংখ্যা ছিলো এক হাজারেরও বেশি। এ জিহাদেই ১৪ জন মুসলমান শাহাদাতবরণ করেন। পবিত্র দ্বীন ইসলামের চিরশত্রু আবু জাহিলসহ কাফিরদের কথিত ১১ জন বড় বড় নেতাসহ ৭০ জন কাফির এ জিহাদে নিহত হয়ে চির জাহান্নামী হয় এবং ৭০ জন কাফির মুসলমানদের হাতে বন্দি হয়।

ছবি: বদর জিহাদের মানচিত্র
ছবি: বদর জিহাদের মানচিত্র

প্রত্যেক মুসলমানের উচিত, এ জিহাদ থেকে শিক্ষা অর্জন করে ঈমানী বলে বলীয়ান হয়ে প্রকৃত মুসলমান হওয়া। ইসলামী চেতনা ধারণ করা। কোরআনে বর্ণিত আল্লাহর নির্দেশ মোতাবেক কাফিরদের শত্রু জানা।