ক্লোজআপের রিকশা ক্যাম্পেইন বন্ধে লিগ্যাল নোটিশ

‘ভ্যালেনটাইন্স ডে’ উপলক্ষে ক্লোজআপ আয়োজিত ‘কাছে আসার রিকশা’ নামের ক্যাম্পেইন বন্ধ করার জন্য ইউনিলিভার বাংলাদেশকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক আলহাজ কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী। বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট রিদওয়ানুল করিমের মাধ্যমে এই লিগ্যাল নোটিশটি গতকাল রেজিষ্টার ডাকযোগে পাঠানো হয়েছে।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, ক্লোজআপ আয়োজিত ‘কাছে আসার রিকশা’ ক্যাম্পেইনটি আশালীন, অনৈতিক ও বাংলাদেশের আইন পরিপন্থী। এই ক্যাম্পেইনের মাধ্যমে বিবাহ বহির্ভূত সম্পর্ক, অবাধ মেলামেশা, বেহায়াপনা ও অশালীনতাকে উৎসাহিত করা হচ্ছে। দ-বিধির ২৯৪ ধারার বিধান অনুযায়ী, প্রকাশ্যে অশালীন কাজ করা নিষিদ্ধ। ডিএমপি অরডিন্যান্সের ৭৫ ধারায়ও প্রকাশ্য স্থান, রাস্তাঘাট ইত্যাদি জায়গায় অশালীন কাজ করা শাস্তিযোগ্য অপরাধ।

নোটিশে আরও বলা হয়, সাংবিধানিকভাবে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। এই ধরনের অশালীন ও অনৈতিক কর্মকা- ইসলামের সম্পূর্ণ পরিপন্থী। নোটিশপ্রাপ্তির ২ কর্মদিবসের মধ্যে ইউনিলিভার এই ক্যাম্পেইনটি বন্ধ না করলে নোটিশদাতা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। -বিজ্ঞপ্তি।