৮০০ বছর পর ফের রাতের আকাশে বিরল দৃশ্য

৮০০ বছর পর ফের রাতের আকাশে বিরল দৃশ্য

নিউজ ডেস্ক: বৃহস্পতি এবং শনি গ্রহ প্রায় ৮০০ বছর পর পৃথিবীর রাতের আকাশে একসঙ্গে উপস্থিত হতে যাচ্ছে! অত্যাশ্চর্য এই ঘটনা ঘটবে আগামী ২১ ডিসেম্বর সূর্যাস্তের পরে।

এবারই প্রথম মানবজাতি এমন বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। কারণ ৮০০ বছর আগে দূরবীন বা টেলিস্কোপ না থাকায় কোনো মানুষের পক্ষেই এমন দৃশ্যের সাক্ষী থাকার সৌভাগ্য হয়নি।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ১২২৬ সালের মার্চ মাসে শেষ এত কাছাকাছি এসেছিল গ্রহ দুটি। পৃথিবীর আকাশে তাদের দূরত্ব ছিল একটা চাঁদের ব্যাসের ৫ ভাগের একভাগ। এ বছরের ডিসেম্বরের ১৬ থেকে ২৫ তারিখের মধ্যে ফের সেই ঘটনা ঘটতে চলেছে। চলতি বছরের শুরু থেকেই কাছাকাছি আসতে দেখা গেছে দুই গ্রহকে।

যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটির জ্যোতির্বিদ প্যাট্রিক হার্টিগান জানায়, আগামী ২১ ডিসেম্বর রাতের আকাশে শনি এবং বৃহস্পতি গ্রহ এতটাই পাশাপাশি অবস্থান করবে যে দেখে জোড়া গ্রহ মনে হবে। দুটি গ্রহের মধ্যে ব্যবধান থাকবে একটি পূর্ণ চাঁদের ব্যাসের ৫ ভাগের ১ ভাগ। ভালো টেলিস্কোপ থাকলে এই দৃশ্য পরিষ্কার দেখা যাবে। এই মহাজাগতিক ঘটনা সবচেয়ে ভালো দেখা যাবে বিষুবরেখা বা নিরক্ষীয় অঞ্চল থেকে।

অবশ্য এবছর আশা পূরণ না হলেও হতাশ হবার কিছু নেই বলে জানিয়েছে বিজ্ঞানীরা। খুব শিগগিরি আবারও এমন ঘটনা ঘটতে চলেছে। তবে সেটা ২০৮০ সালে। আর যদি ২০৮০ সালেও মানুষের ভাগ্যে শনি আর বৃহস্পতির একসঙ্গে অবস্থান চোখে না পড়ে তাহলে মানবজাতিকে অপেক্ষা করতে হবে ২৪০০ সাল পর্যন্ত।