৬ আইন পাস, সংসদ অধিবেশনের সমাপ্তি

৬ আইন পাস, সংসদ অধিবেশনের সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক: সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে পরিস্থিতির মধ্যে বসা একাদশ সংসদের নবম অধিবেশন শেষ হল ৫ কার্যদিবসে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশ পড়ে শোনানোর মধ্যে দিয়ে এ অধিবেশনের সমাপ্তি টানের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এ অধিবেশনে বিল পাস হয়েছে মোট ছয়টি। এগুলো হল- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২০; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল-২০২০; চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল ২০২০, বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিল-২০২০, বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল-২০২০ এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২০। ৭১ বিধিতে পাওয়া ৩৮টি নোটিসের মধ্যে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ছিল ২৭টি। তার মধ্যে সাতটি প্রশ্নের উত্তর দেন তিনি। অন্য মন্ত্রীদের জন্য এ অধিবেশনে মোট ৬৬১টি প্রশ্ন আসে, যার মধ্যে ১৮২টির উত্তর দিয়েছেন তারা।