৪ সপ্তাহে ৪০ হাজার বার ভূমিকম্প!

৪ সপ্তাহে ৪০ হাজার বার ভূমিকম্প!

নিউজ ডেস্ক: একবার দুবার নয়, একই স্থানে মাত্র ২৮ দিনে ৪০ হাজার বার আঘাত হেনেছে ভূমিকম্প। সর্বশেষ ভূমিকম্পটি আঘাত হানে শুক্রবার (১৯ মার্চ)।

ঘটনাটি ঘটেছে আইসল্যান্ডে রেইকেভিকে। শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় ভূমিকম্পের পর সেখানকার একটি আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে আসে। বিজ্ঞানীদের ধারণা এবারের এই লাভার পেছনে রয়েছে ৪০ হাজার বার ভূমিকম্পের কারণ। কারণ গত ২৮ দিনে স্থানটিতে এখন পর্যন্ত ৪০ হাজার বার কম্পন হয়েছে। ফলে বেহাল দশা আইসল্যান্ড সরকারের।

স্থানীয় সরকার আপাতত সাধারণ মানুষকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। আগ্নেয়গিরির ছাই ও বিষাক্ত গ্যাস থেকে শরীরের ক্ষতি হতে পারে বলে তারা সাবধান করছেন।

ইউরেশিয়ান ও উত্তর আমেরিকার টেকটনিক প্লেটের মাঝে থাকা আইসল্যান্ডে মাঝেমধ্যেই কম্পন হয়। এর উপর লাভার স্রোত। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কম্পন কমলেও লাভা উদ‌গীরণ কমার সম্ভাবনা এখনই নেই।