৪ মাস বেতন বন্ধ, থালা হাতে বিক্ষোভ

বিক্রি নেই, পেশা বদলের চিন্তা ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক: লকডাউন পরিস্থিতিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীদের চার মাসের বেতন বন্ধ রয়েছে। এ অবস্থায় বকেয়া বেতন ও আখচাষিদের সরবরাহ করা আখের মূল্য পরিশোধের দাবিতে থালা হাতে বিক্ষোভ সমাবেশ করেছেন শ্রমিক-কর্মচারীরা।

সোমবার এ বিক্ষোভ সমাবেশ করা হয়। রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও আখচাষি সমিতির শ্রমিক-কর্মচারীররা এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন।
শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও আখচাষিদের আখের মূল্য পরিশোধসহ বিভিন্ন দাবি আদায়ে আজ মঙ্গলবার থেকে ২৫ জুলাই পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক-কর্মচারীরা।

সমাবেশে রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা বলেন, দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের চার মাসের বেতন-ভাতা ও আখের মূল্য পরিশোধ করতে হবে। চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামার ভূমিদস্যুমুক্তকরণে প্রশাসনের ভূমিকা রহস্যজনক। এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।