৪ বছরে সীমান্ত হত্যা ২০১৯ সালে সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যা জিরো টলারেন্সে নামিয়ে আনার কথা বার বার বলা হলেও তা বন্ধ করা যায়নি। সীমান্তে গত চার বছরের মধ্যে সবচেয়ে বেশি হত্যাকা- ঘটেছে ২০১৯ সালে। বেসরকারি সংখ্যায় সীমান্ত হত্যার সংখ্যা ৪৩ বলা হলেও বিজিবির হিসাবে তা ৩৫। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হিসাবে এ সংখ্যা আরও কম। সীমান্তে এ হত্যায় বিএসএফকে উদ্বিগ্নতার কথা জানিয়েছে বিজিবি।

জাতীয় সংসদে উত্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ সালে সীমান্তে নিহত হন ৬৬ জন। ২০১০ সালে ৫৫, ২০১১ সালে ২৪, ২০১২ সালে ২৪, ২০১৩ সালে ১৮, ২০১৪ সালে ২৪, ২০১৫ সালে ৩৮, ২০১৬ সালে ২৫, ২০১৭ সালে ১৭ ও ২০১৮ সালে তিনজন। যদিও সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী ২০১৯ সালের সীমান্ত হত্যার পরিসংখ্যান উল্লেখ করেননি।

বিজিবি প্রধান জানিয়েছে, ২০১৯ সালে সীমান্তে মৃত্যুর সংখ্যা বিগত চার বছরের মধ্যে সর্বোচ্চ। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএসএফ ডিজিকে অনুরোধ জানানো হয়েছে। বিএসএফ প্রধান আমাদের আশ্বস্ত করেছে। এ ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছে। বিজিবি মহাপরিচালক জানান, বাংলাদেশ সরকার ২৭৭ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে।