১৮০ কোটি উদ্ভিদ সাহারা মরুভূমিতে!

১৮০ কোটি উদ্ভিদ সাহারা মরুভূমিতে!

নিউজ ডেস্ক: সম্প্রতি সাহারা মরুভূমিতে একটি গবেষণা চারিয়ে গবেষকরা জানিয়েছে, তারা খুবই আশ্চর্য হয়েছে সাহারায় যে এত গাছ জন্মায়, তা না কি তারা জানতোই না এত দিন! উদ্ভিদশূন্য একেবারে রুক্ষ অংশও নেহাত কম নেই মরুভূমিতে, কিন্তু চমৎকার বিষয় হল বালির নিচেও গাছ জন্মাচ্ছে।

বিশাল মরুভূমিতে সবুজের খোঁজ করে হিসাব রাখা খুব সহজ কাজ নয়, স্যাটেলাইটের পক্ষেও গাছের সংখ্যা বাড়া-কমা মাপতে যথেষ্ট কসরত করতে হয়। ফলে প্রায় অসম্ভব এই কাজটি সম্ভব করতে রীতিমতো বেগ পেতে হয়েছে গবেষকদের। ৯০০০০ গাছ আলাদা আলাদা করে খুঁজে চিহ্নিত করতে হয়েছে।

অন্য একটি সমীক্ষায় ৫ লাখ বর্গমাইল অঞ্চলের ১১ হাজার ছবি নিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হয়েছে। সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে নেচার পত্রিকায়। সেও ইঙ্গিত দিচ্ছে সাহারায় সবুজের এই বিপুল অস্তিত্বের।