হাইকোর্টের সামনে ভাঙচুর : মামলার তদন্তে ডিবি

জাহালম কাণ্ডঃ হাইকোর্টের রায় ২৯ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বিক্ষোভ থেকে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় যে মামলা হয়েছে তার তদন্তভার এখন গেছে ডিবি পুলিশের হাতে। ওই মামলায় বিএনপি ৫০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার মো. রাজীব আল মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার তদন্তভার ডিবি দক্ষিণে ন্যস্ত করা হয়েছে। ডিবি মামলার দায়িত্ব পাওয়ার পর মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাতে ওই মামলা দায়ের হওয়ার পর বুধবার ভোররাতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত গ্রেফতার হন।

বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের মাজার গেট থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে আটক করে পুলিশ।

আর দুপুরের দিকে সুপ্রিমকোর্ট এলাকা থেকে আটক হন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।