হাইকোর্টের সব বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ শুরু

হাইকোর্টের সব বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ শুরু

নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে সব বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ শুরু হয়েছে। নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ উঠে যাওয়ায় আজ বুধবার হাইকোর্ট বিভাগের ৫৩ বেঞ্চে ভার্চুয়ালি এ বিচারকাজ শুরু হয়েছে।

এর আগে গত রোববার (৮ আগস্ট) থেকেই আপিল বিভাগে ভার্চুয়ালি বিচার কাজ চলছে। একই সময় থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত হাইকোর্টের ১২টি বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ চলছিল। তবে আজ থেকে হাইকোর্টের সব বেঞ্চেই তা শুরু হলো।

গত রোববার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ১১ আগস্ট থেকে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

পরের দিন সোমবার ৫৩ ভার্চুয়াল বেঞ্চ গঠন করে আদেশ দেন প্রধান বিচারপতি। ওই আদেশে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে আগামী ১১ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য বেঞ্চ গঠন করা হলো।