সড়ক দুর্ঘটনায় এক দিনেই ২২ মৃত্যু

সড়ক দুর্ঘটনায় এক দিনেই ২২ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ২০ জন। এর মধ্যে রয়েছেন সিলেটে ৯ জন, বগুড়ায় ৬ জন, বরিশালে ২ জন, ময়মনসিংহে ২ জন, হবিগঞ্জে ১ জন, চুয়াডাঙ্গায় ১ জন, শেরপুরে ১ জন। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
সিলেট: সকাল পৌনে ৯টার দিকে সিলেটের বিশ্বনাথ উপজেলায় দুই বাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত যাত্রী। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতিময় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়া: সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বগুড়ার শাহাজানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় বাসের চালক ও হেলপার পালিয়েছেন। তবে বাসটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
এদিকে দুপুর পৌনে ২টার দিকে বগুড়ার দুঁপচাচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন।
ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ধোবাউড়া-হালুয়াঘাট সড়কের মেকিয়ারকান্দা বাজারের ডোমঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল: সকালে বরিশালে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত অপর এক মোটরসাইকেল আরোহী দুপুরে মারা গেছেন।

হবিগঞ্জ: সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জে বাসের চাপায় এক ব্যাটারিচালিত ইজিবাইকচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন যাত্রী।

চুয়াডাঙ্গা: সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাখিভ্যান (ব্যাটারি চালিত ভ্যান) উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন।
শেরপুর: সকালে শেরপুর পৌর শহরের চাপাতলি এলাকায় সার্কিট হাউজের সামনে ট্রাকচাপায় এক নারী পথচারীর মৃত্যু হয়েছে।