সৌদি ড্রোন ভূপাতিত করল ইয়েমেনের যোদ্ধারা

আন্তর্জাতিক ডেস্ক:ইয়েমেনের হুদায়দায় সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করেছে সেনাবাহিনী ও আনসারুল্লাহ। গতরাতে হুদায়দার ‘সিক্সটিন কিলোমিটার’ এলাকায় ড্রোনটি ভূপাতিত করা হযেছে বলে সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে। ইয়েমেনের সেনাবাহিনীকে সহযোগিতার জন্য সেদেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে যে গণবাহিনী গড়ে উঠেছে তার নাম হচ্ছে আনসারুল্লাহ।

সেনাবাহিনী বলেছে, সুইডেনে যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা হওয়া সত্ত্বেও ড্রোন পাঠিয়ে আগ্রাসী তৎপরতা চালিয়েছে সৌদি বাহিনী। এ নিয়ে গত কয়েক বছরে ইয়েমেনে সৌদি আরবের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত হলো।
গত ১৮ ডিসেম্বর সুইডেনে সৌদি আরব ও ইয়েমেনের প্রতিনিধিদের মধ্যে হুদায়দায় যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা হয়েছে। কিন্তু সৌদি আরব তা মেনে চলছে না বলে ইয়েমেনের সেনাবাহিনী ও আনসারুল্লাহ জানিয়েছে।

হুদায়দা বন্দর হচ্ছে ইয়েমেনে ত্রাণ সরবরাহের প্রধান পথ। ২০১৫ সাল থেকে দারিদ্রপীড়িত প্রতিবেশী দেশ ইয়েমেনে নির্মম হামলা চালিয়ে আসছে সৌদি আরব।

সূএ: পার্সটুডে