রোজার আগে কমলো সোনা রুপার দাম

কমলো সোনা রুপার দাম

নিউজ নাইন২৪, ঢাকা: একাধারে পাঁচ দফা বাড়ার পর পবিত্র রমজান মাস আসার আগে হঠাৎ করে কমলো সোনার দাম। এ দফায় সোনার দাম কমছে ভরিতে এক হাজার ৫১৬ টাকা। আগামী মঙ্গলবার এ নতুন দর কার্যকর হবে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস এ তথ্য জানিয়েছে।

বিশ্ববাজারে দাম কমায় স্থানীয় বাজারে সোনার দাম কমানো হয়েছে বলে সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান।

ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার থেকে প্রতি ভরি ভালো মানের সোনার দাম পড়বে ৪৫ হাজার ৮৯৮ টাকা, সোমবার পর্যন্ত যা মিলবে ৪৭ হাজার ৪১৫ টাকায়।

 

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৭ হাজার ৬১৬ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি হবে ২৬ হাজার ১২৭ টাকা।

অন্যান্য মানের সোনার দামও প্রায় একই হারে কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।

প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে, তার কোনো মানদণ্ড নেই।

এর আগে পাঁচ দফার প্রতিবারই ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি) এক হাজার ২২৫ টাকা করে বাড়ানো হয়েছিল। সর্বশেষ ৬ মে সোনার দাম বাড়ানো হয়।

কমছে রূপার দরও:

মঙ্গলবার থেকে  রূপার দাম ভরিতে ৫৮ টাকা কমে এক হাজার ১০৮ টাকায় বিক্রি হবে।