সেই দুই বইয়ের মেধাস্বত্ব নিয়ে হাইকোর্টের শুনানি বৃহস্পতিবার

সেই দুই বইয়ের মেধাস্বত্ব নিয়ে হাইকোর্টের শুনানি বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক : সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নারের জন্য বঙ্গবন্ধুর নামে প্রকাশিত দুটি বইয়ের গ্রন্থস্বত্ব এবং মেধাস্বত্বের অধিকার অবৈধভাবে ব্যবহারের চেষ্টার বিষয়ে তদন্ত প্রতিবেদন ও জারি করা রুলের বিষয়ে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়েরুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতের শুনানিতে এদিন রিটকারির পক্ষে আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবং নাজমুল হোসেন ও তার স্ত্রীর পক্ষে শাহ মুনজুরুল হক।

হাইকোর্টের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সংশ্লিষ্ট শাখায় এসে পৌঁছে বৃহস্পতিবার সকালে।