সুষ্ঠু নির্বাচনের জন্য সম্পাদকদের সহযোগিতা চাইল ঐক্যফ্রন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে গণমাধ্যম সম্পাদকদের সহযোগিতা চেয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা ছয়টি পর্যন্ত রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে ঐক্যফ্রন্ট।

মতবিনিময় শেষে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, আমরা সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছি। এই মতবিনিময় আমাদের জন্য খুবই মূল্যবান বলে মনে করি। সরকারের যেসব জিনিস আমরা চিহ্নিত করেছি, আশা করব এসব ব্যাপারে সংবাদমাধ্যম সজাগ দৃষ্টি রাখবে।

তিনি আরো বলেন, তারা (সম্পাদকেরা) বিভিন্ন ব্যাপারে মতামত দিয়েছেন। আমাদেরও দৃষ্টি আকর্ষণ করেছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের কাছ থেকে তারা কী আশা করেন, তা জানতে চেয়েছেন।

সম্পাদকদের কাছে কী ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে এমন প্রশ্নে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সব ধরনের সহযোগিতা চেয়েছি।