সব ক্ষেত্রে ইসরাইলের সহযোগী হতে চায় সৌদি

ডেস্ক: সাবেক সৌদি গোয়েন্দা প্রধান তুর্কি আল ফয়সাল বলেছেন, সৌদি সরকার ইসরাইলের সঙ্গে সব ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করতে আগ্রহী।
তিনি গত জুমুয়াবার ইহুদিবাদী ইসরাইলের সাবেক মেজর জেনারেল ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াকোভ আমিদরোর-এর সঙ্গে ওয়াশিংটন ইন্সটিটিউটে অনুষ্ঠিত এক সংলাপে এই মন্তব্য করেছেন।

ফয়সাল বলেছেন, ‘ইহুদিদের সম্পদ ও আরবের মগজের ক্ষমতা বা ব্রেইন পাওয়ার ব্যবহার করে নানা ক্ষেত্রে বহু সাফল্য অর্জন করা সম্ভব।’

আমিদরোর তার বক্তব্যে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন। ইরান একটি পরমাণু বোমা তৈরির ক্ষমতা হয়তো অর্জন করে ফেলেছে বলে সে হুঁশিয়ারি দিয়েছে।

ইসরাইলের সাবেক মেজর জেনারেল ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র-ক্ষমতাকে মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করে বলেছে, এই প্রতিরোধ আন্দোলনের হাতে রয়েছে এক লাখেরও বেশি ক্ষেপণাস্ত্র এবং সেগুলো ইসরাইলের যে কোনও স্থানে আঘাত হানতে সক্ষম।

উল্লেখ্য, আগে সৌদি শুরার সদস্য ও সাবেক জেনারেল আনোয়ার এশকিও কয়েকবার ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে।