সংকটে মার্কিন অর্থনীতি, মাসে চাকরিহারা হবে ১ লাখ ৭৫ হাজার মার্কিনি

সংকটে মার্কিন অর্থনীতি, মাসে চাকরিহারা হবে ১ লাখ ৭৫ হাজার মার্কিনি

আন্তর্জাতিক ডেস্ক: বড় সংকটের মুখে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে মুদ্রাস্ফীতি। ফলে শিগগিরই মাসে ১ লাখ ৭৫ হাজার মার্কিনি চাকরি হারাবে। এমনটাই হুঁশিয়ারি দিয়েছে ব্যাংক অব আমেরিকা।

এ মুহূর্তে নজিরবিহীন মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। রিপোর্ট মতে, এ মুদ্রাস্ফীতি গত ৪১ বছরের মধ্যে সর্বোচ্চ। যা দেশটির অভ্যন্তরীণ অর্থনীতির পাশাপাশি বিপদে ফেলতে পারে বিশ্বের অর্থনীতিকেও।

ব্যাংক অব আমেরিকা সতর্ক করেছে, মুদ্রাস্ফীতি মোকাবিলায় ফেডারেল রিজার্ভের এ লড়াইয়ের কারণে আগামী দিনগুলোতে লাখ লাখ মার্কিনি চাকরি হারাতে পারে।

সিএনএনের প্রতিবেদন মতে, যুক্তরাষ্ট্রের চাকরির বাজার এখন পর্যন্ত বেশ শক্তিশালী রয়েছে। তবে গাড়ি ও বাড়ি থেকে শুরু করে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর চাহিদা স্বাভাবিক রাখতে আগ্রাসীভাবে সুদহার বাড়িয়ে চলেছে ফেডারেল রিজার্ভ।

ফলে চলতি বছরের চতুর্থ কুয়ার্টারের মধ্যে নাগরিকদের চাকরির সংখ্যার প্রবৃদ্ধি অর্ধেক কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গত সপ্তাহে এক রিপোর্টে গ্রাহকদের এসব তথ্য জানিয়েছে ব্যাংক অব আমেরিকা।

কীভাবে হাজার হাজার চাকরি হারাবে তার ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, মুদ্রাস্ফীতির কমানোর লড়াইয়ের ফলে অর্থনীতির ওপর যেভাবে চাপ বাড়ছে, তার ফলে আগামী বছরের শুরু থেকেই কৃষিভিত্তিক নয় এমন প্রতিষ্ঠানগুলোর বেতন কাঠামো সংকুচিত হতে থাকবে।

ফলে আগামী বছরের প্রথম কুয়ার্টারেই প্রায় ১ লাখ ৭৫ হাজার মানুষ চাকরি হারাবে। চাকরি হারানোর এ প্রবণতা সহসাই থামবে না। আগামী ২০২৩ সালজুড়েই চলতে থাকবে।

এর ফলে ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বেশ বিপাকে পড়তে পারে। কারণ আগামী ২০২৪ সালেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। লাখ লাখ নাগরিক এভাবে চাকরি হারাতে থাকলে বাইডেনের ভোটের রাজনীতিতে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্র: সিএনএন