শ্যামল কান্তির ফাঁসির দাবিতে না.গঞ্জে বিক্ষোভ মিছিল

নিউজ নাইন২৪, না.গঞ্জ: বন্দর উপজেলার পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের ইসলাম নিয়ে কটুক্তির প্রতিবাদে ফাঁসির দাবিতে মাঠে নেমেছেন না.গঞ্জে আলেম সমাজ ও বিক্ষুব্ধ জনতা। শুক্রবার জুমার নামাজ শেষে না’গঞ্জের ডিআইটি জামে মসজিদ প্রাঙ্গণে বিশাল বিক্ষভ সমাবেশ শুরু হয়।

ডিআইটি জামে মসজিদের খতিব পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলার শীর্ষস্থানিয় আলেম নেতীবৃন্দু। এসমায় জেলার সর্বস্তরের স্থানীয় জনতার উপস্থিতি লক্ষ করা যায়।

এর আগে গত বৃহস্পতিবার শহরের ডিআইটি মসজিদে এনে রিফাতের জবানবন্দী নিয়ে ছিলেন না.গঞ্জের আলেম সমাজ। তখন শতাধিক ওলামাগনের উপস্থিতিতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দি এলাকায় অবস্থিত পিয়ার লতিফ উচ্চ বিদ্যালয়ে ১৩ মে শুক্রবার সকালে ঘটে যাওয়া ঘটনা ও এর পূর্বের ঘটনা বিবরণ দেন রিফাত।

রিফাত বলেন, প্রধান শিক্ষক শ্যামল কান্তি তাকে কিল ঘুষি মারতে থাকলে সে আল্লাগো বলে চি’কার দেয়। এসময় শ্যামল কান্তি বলে তোদের আল্লাহ নাপাক, তোরাও নাপাক।