লোকসান থেকে বাঁচতে বিক্রি হচ্ছে এয়ার ইন্ডিয়া

লোকসান থেকে বাঁচতে বিক্রি হচ্ছে এয়ার ইন্ডিয়া

আন্তর্জাতিক ডেস্ক :বিক্রির জন্য প্রস্তুত ভারতের পতাকাবাহী এয়ারলাইন এয়ার ইন্ডিয়া। সোমবার দেশটির সরকার এয়ার ইন্ডিয়ার সব স্টক বিক্রির ঘোষণা দিয়েছে। অব্যাহতভাবে বিপুল পরিমাণ লোকসান গোনার পরেই এমন সিদ্ধান্ত হলো।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ক্ষতি পুষিয়ে নিতে ২০১৮ সালে এয়ারলাইনটির অধিকাংশ স্টক বিক্রির চেষ্টা প্রাথমিক পর্যায়ে ব্যর্থ হয়ে এবার পুরো অংশ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমান সংস্থাটি প্রায় ৫৮ হাজার কোটি রুপি ঋণের মধ্যে আছে। এ ছাড়া হাজার হাজার কোটি রুপি লোকসান করছে। সম্প্রতি ভারত সরকার এয়ারলাইনটির শতভাগ স্টকের মালিকানা নেয় এবং সংস্থাটির সহায়ক হিসেবে ভূমিকা পালন করছে।

এয়ারলাইনসটি ক্রয়ের আমন্ত্রণ জানিয়ে সরকার বলছে, এয়ার ইন্ডিয়ার শতভাগ শেয়ার বিক্রি করা হবে। এটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে চলাচল করে। সক্ষম ক্রেতাদের আগামী ১৭ মার্চের মধ্যে ক্রয়াদেশ জমা দিতে বলা হয়েছে।